জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৩-২০২৪: অনার্সে ভর্তির তারিখ প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ ও নম্বরের ভিত্তিতে মেধা তালিকায় স্থান পাবে শিক্ষার্থীরা। আলাদা কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এছাড়া কয়েক দফায় অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির মাধ্যমে আসন পূরণ করা হবে।
জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সারা দেশে ৮৮১টি কলেজে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে। এর মধ্যে ২৬৪টি সরকারি কলেজ এবং ৬১৭টি বেসরকারি কলেজ। 2022-23 শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তির জন্য মোট আসন সংখ্যা ছিল 4 লাখ 36 হাজার 285টি। অন্যান্য খবর পড়তে ভিজিট করুন আমাদের হোমপেজ।