৭ম শ্রেণির অনুচ্ছেদ রচনা সত্যবাদিতা / সত্যবাদিতা অনুচ্ছেদ

সত্যবাদিতা অনুচ্ছেদ

সত্যবাদিতা অনুচ্ছেদ

সততার গুণ অর্জন না করলে মানুষের জীবন পশুত্বে শেষ হতে বাধ্য। সত্যবাদিতা মানব জীবনের অন্যতম শ্রেষ্ঠ গুণ। তাই সততা যেমন মানব সমাজের জন্য গুরুত্বপূর্ণ তেমনি ব্যক্তির জীবন-উৎকর্ষের জন্য অত্যন্ত মূল্যবান। সততাহীন সমাজ নরকের মত। এটি মানুষের জীবনের স্বাভাবিক বিকাশের জন্য মোটেই সহায়ক নয়। 

তাই ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে সর্বত্র সততার চর্চা সবারই কাম্য। সততা মূলত একটি বিমূর্ত ধারণা। তবে এটি একটি কাম্য এবং ইতিবাচক স্বীকৃতি। সততা মূলত সৎ মানুষের সারা জীবনের চরিত্র। দেশ ও কালের মধ্যে সততার কোনো পার্থক্য নেই। 

মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু মানুষ জন্মমাত্রই এ শ্রেষ্ঠত্বের অধিকারী হয় না। তাকে সত্য-সুন্দর ও কল্যাণের সাধনায় মনুষ্যত্ব অর্জনের মাধ্যমে মানুষ হয়ে উঠতে হয়। সততার সৌন্দর্যে যখন সে প্রোজ্জ্বল হয়ে উঠে তখনই সে হয়ে যায় আশরাফুল মাখলুকাত। সত্যবাদিতা মানুষের একটি আদর্শ জীবনযাপন করতে অনেক প্রয়োজন।

আমাদের এমনি একটি জীবন আমরা সঠিক ভাবে চলাচল করার জন্য আমাদের সততা অনেক গুরুত্বপূর্ণ।  আবার মানুষ যখন তার কুপ্রবৃত্তিকে দমন করতে ব্যর্থ হয়ে নিজেকে রিপুর দাসানুদাসে পরিণত করে তখন সে ইতর প্রাণীর চেয়েও নিকৃষ্ট হয়ে পড়ে। সমাজে অনেক আছে সত্যবাদিতা আবার আছে অনেক মিথ্যাবাদি তার প্রতিনিয়ত মানুষের জীবনে অশান্তি সৃষ্টি করে। 

তখন তার দ্বারা মানবতা উপকৃত হয় না, সমাজকল্যাণ ধারায় সিক্ত হয় না। মানুষ তার মুখদর্শনে পুলকিত হয় না এবং ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় সকলে। আজকের দিনে সৎ-অসৎ, সুন্দর-অসুন্দর, ভালো-মন্দ প্রভৃতির পার্থক্য যেন একাকার হয়ে গেছে। একজন সৎ মানুষ সমাজে দুর্লভ এবং বলাবাহুল্য যে, সৎ মানুষ সে সমাজে বোকা ও অচল বলেই পরিহাসের পাত্র হয়ে থাকে। তা সত্ত্বেও সততার নীতিকে উপেক্ষা করা যাবে না। 

আজকের সর্বময় অবক্ষয়ে ধ্বংসোন্মুখ সমাজকে কল্যাণকামী করে তোলার জন্য সততার চেতনাটি সকলের মনে প্রজ্বলিত রাখতে হবে। সততার সাধনাকে আমাদের জীবনব্রত হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের সবার প্রয়োজন সত্যি কথা এবং সত্যবাদিতা হয়ে জীবনযাপন করা।


TAG: সত্যবাদিতা অনুচ্ছেদ pdf,সত্যবাদিতা অনুচ্ছেদ ক্লাস ৬, সত্যবাদিতা রচনা ক্লাস 7, সত্যবাদিতার গুরুত্ব, 'সত্যবাদিতা' বিষয়ে অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদ সত্যবাদিতা, অনুচ্ছেদ রচনা : সত্যবাদিতা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now