তীব্র শীতে বেড়েছে অসুখ-বিসুখ, আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা
তীব্র শীতে বেড়েছে অসুখ-বিসুখ: তীব্র শীত ও কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত ও কুয়াশায় নীলফামারীতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
গত পাঁচ দিন ধরে এই শহরে সূর্যের দেখা নেই। শনিবার (১৩ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ ডিগ্রি সেলসিয়াস।
সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের কারণে জনজীবনে দেখা দিয়েছে দুর্ভোগ।
বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। দরিদ্র দিনমজুর এবং প্রান্তিক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। সেই সাথে পশুরাও বিপর্যয়ের শিকার হচ্ছে।
ঠান্ডাজনিত রোগে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। শনিবার সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে অনেক রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে ৬ শিশু ও ৬ জন পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত। আর নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৮৪ জন এবং শ্বাসকষ্টের রোগী রয়েছে ৪৪ জন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নাজমুল হুদা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শীত ও কুয়াশাচ্ছন্ন হওয়ায় শিশু ও বৃদ্ধদের সতর্ক থাকতে হবে।
সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, আগামী ২৪ ঘণ্টায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা অব্যাহত থাকবে এবং মধ্যরাত থেকে শীতের তীব্রতা বাড়বে। গত এক সপ্তাহ ধরে এ অবস্থা বিরাজ করছে।