বাংলা সারাংশ: বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী / বই এর ভূমিকা

বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী

বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী

বই মানুষের সবচেয়ে বড় সঙ্গী। তোমার খুব ভালো বন্ধু থাকিতে পারে, কিন্তু প্রয়োজনের সময় তুমি তাহাদিগকে নাও পাইতে পার। তাহারা তোমার সঙ্গে ভদ্রভাবে কথা নাও বলিতে পারে, তাহাদের দুই একজন যে বন্ধু নহে তাহাও প্রমাণিত হইতে পারে এবং তাহারা তোমার যথেষ্ট ক্ষতিও করিতে পারে। কিন্তু বই সর্বদা তোমার পাশে থাকিবে। কোনো কোনো বই তোমাকে হাসাইবে, কোনো কোনো বই তোমাকে যথেষ্ট আনন্দ দিবে। কতগুলি বই তোমাকে জ্ঞানদান করিবে। তাহারা তোমাকে মহৎ ও মানুষ নামের যোগ্য করিবে। তাহারা জীবনব্যাপী তোমার বন্ধু।

সারাংশ: 

বই হচ্ছে মানুষের পরম বন্ধু। সুখে ও দুঃখে, স্বজনে-নির্জনে একমাত্র মনের খোরাক ও আনন্দ যোগাতে পারে সেটি হচ্ছে বই। বাস্তবে অনেক বন্ধুই প্রয়োজনের সময় অনেকে এগিয়ে আসে না। অনেক সময় বন্ধু বন্ধুত্বের পরিচয় পর্যন্ত দেয় না, কিন্তু বই সব সময়ের বন্ধু। বইকে মানুষের বড় বন্ধু বা সঙ্গী বলা হয়।



TAG: বাংলা সারাংশ, সারাংশ, বাংলা সারাংশ লিখন pdf, বাংলা সারাংশ লিখন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now