বাংলা সারাংশ: কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? খুবই সহজ

বাংলা সারাংশ

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ?

কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ? মহৎ আকাংখা। তোমরা বিদ্যালয়ে শিখবে বলে ভর্তি হয়েছ। কী শিখতে হবে, ভেবে দেখো। পাখি তার মা-বাপের কাছে কী শিখে। পাখা মেলতে শেখে, উড়তে শেখে। মানুষকেও তার অন্তরের পাখা মেলতে শিখতে হবে। তাকে শিখতে হবে, কী করে বড় করে আকাক্সক্ষা করতে হয়। পেট ভরতে হবে- এ শেখবার জন্য বেশি সাধনার দরকার নেই। কিন্তু পুরোপুরি মানুষ হতে হবে, এ শিক্ষার জন্য যে অপরিমিত আখাঙ্ক্ষা দরকার, তাকে শেষ পর্যন্ত জাগিয়ে রাখবার জন্য চাই মানুষের শিক্ষা।

সারাংশ:

মহৎ/বৃহৎ আকাঙ্ক্ষাই মানবজীবনে সাফল্যের পূর্বশর্ত। কীভাবে বৃহৎ আকাঙ্ক্ষা করতে হয়, তা শিখতে হবে। মনুষ্যত্ব অর্জনের আকাঙ্ক্ষাকে জাগ্রত করার জন্য প্রয়োজন সভ্য শিক্ষার। তাই বলা হয় কোন পাথেয় নিয়ে তোমরা এসেছ।

Thank You


TAG: বাংলা সারাংশ, সারাংশ, বাংলা সারাংশ লিখন pdf, বাংলা সারাংশ লিখন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now