বাংলা সারাংশ: বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে কোনো সন্দেহ নাই সারাংশ

বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে কোনো সন্দেহ নাই সারাংশ

বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে কোনো সন্দেহ নাই সারাংশ

বিদ্যা মঙ্গলের নিদান সে বিষয়ে সন্দেহ নাই। কিন্তু অল্প বিদ্যা মারাত্মক। সংসারে প্রত্যেক ব্যক্তিরই আপনার যথার্থ মূল্য বুঝিয়া চলা উচিত। যে ব্যক্তি যে বিষয়ে বিশেষরূপে দক্ষ নহে, তাহার পক্ষে সেই কার্যে হস্তক্ষেপ অবিধেয়। যে ব্যক্তি অর্ধশিক্ষিত, সুশিক্ষিতের ভান করা তাহার অনুচিত। 

কেননা ইহাতে সে যে কেবল আপনার ক্ষতি করে তাহা নহে; তাহার এইরূপ আচরণের দ্বারা সমাজেরও বিষম অনিষ্ট সাধিত হয়। হাতুড়িয়া বৈদ্যগণ প্রকৃত চিকিৎসক নহে, চিকিৎসাশাস্ত্রে তাহাদের অতি অল্প জ্ঞানই থাকে। কিন্তু তাহা তাহারা নিজেরাও বুঝে না বা বুঝিলেও অপরের নিকট স্বীকার করে না। 

সুতরাং তাহারা কোনো সুচিকিৎসকের ভান করিয়া যদি সংকটাপন্ন রোগীর চিকিৎসার ভার গ্রহণ করে তবে ঐ রোগীর মৃত্যু অবশ্যম্ভাবী। তাহারা সমাজের অজ্ঞ লোকদিগকে প্রতারিত করিয়া উহাদের ভীষণ ক্ষতিসাধন করে। তাহাদের এই কার্যের জন্যে চিকিৎসাবিদ্যা দায়ী নহে, দায়ী তাহাদের চিকিৎসাবিদ্যার অল্প জ্ঞান।

সারাংশ

জ্ঞান মানুষের মূল্যবান সম্পদ এবং ভাল, কিন্তু সামান্য জ্ঞান অনেক ক্ষতি করে। প্রত্যেককেই নিজের মূল্য বুঝতে হবে। যার জ্ঞান নেই সে যেন এ ব্যাপারে হস্তক্ষেপ না করে। এটা নিজের ক্ষতি করে। হাতুড়ি ডাক্তারদের হাতে রোগী মারা যায় যার জন্য দায়ী তাদের অজ্ঞতা।


TAG: বাংলা সারাংশ, সারাংশ, বাংলা সারাংশ লিখন pdf, বাংলা সারাংশ লিখন। 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Join Now
Telegram Group Join Now