বাংলা সারাংশ: আমরা সকলেই কম বেশি স্বার্থপর
আমরা সকলেই কম বেশি স্বার্থপর
আমরা সকলেই কম বেশি স্বার্থপর, আর স্বার্থচিন্তার প্রয়োজন আছে একথা স্বীকার করে নিলেই মানবহিতের জন্য আমরা আর অযথা বড়াই করতুম না। কাজটা কোনো না কোনোভাবে আমাদের তৃপ্তি দিয়েছে এটা ভাবতে পারতুম বলে অহঙ্কার আর মাথাচাড়া দিয়ে উঠত না। আর অহঙ্কার মাথাচাড়া দিয়ে উঠত না বলে নির্যাতনস্পৃহারও জন্ম হতো না। নির্যাতনস্পৃহার গোড়ায় অবজ্ঞাত অহঙ্কার একথাটা মনে রাখা দরকার। আমি ওদের জন্য এত করলুম অথচ ওরা আমাকে মানতে চায় না। আচ্ছা, দেখে নেব। অবজ্ঞাত অহঙ্কারবোধই আমাদের মুখ দিয়ে এমনি কথা বলিয়ে নেয়।সারাংশ:
আমরা সকলেই স্বার্থপর এটি মানব চরিত্রের স্বাভাবিক বাস্তবতা। স্বার্থপরতা মানবজীবনে একটি স্বাভাবিক প্রবণতা। তবে এ স্বার্থচিন্তার কথা মানুষ যদি সহজেই স্বীকার করে নিত তাহলে অনেক মন্দ কাজ ও অহঙ্কারবোধ থেকে সমাজ রক্ষা পেয়ে যেতো। মানুষ যখন তার নিজের সম্পর্কে মূল্যায়ন করতে শিখবে তখন তার অপকর্মের স্পৃহাও লাঘব হবে।Tag: ব্যাকরণ, বাংলা দ্বিতীয় পত্র, সারাংশ লেখা, সারাংশ লিখন, বাংলা সারাংশ, সহজ সারাংশ।